শিবপুর শুটআউট কান্ডে গ্রেফতার তিন

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: শিবপুর শ্যুটআউট কান্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সহ গ্রেফতার হল আরও দুজন। তাদের বিহার থেকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ। উল্লেখ্য, গত ১৬ নভেম্বরে শিবপুর রামকৃষ্ণ লেনে প্রকাশ্যে ফিল্মি কায়দায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল মহ আব্দুল্লা (২২) নামে এক যুবককে। আব্দুল্লা সমাজবিরোধী ছিল। সাদ্দাম ও আব্দুল্লা দুই দলের মধ্যে লড়াই চলছিল এলাকা দখলের। তাছাড়া সাদ্দামের দলের জিজুয়া নামে এক দুষ্কৃতিকে খুন করে আব্দুল্লা। এর বদলা নিতে এবং এলাকা দখলে রাখতে আব্দুল্লাকে খুনের ছক কষে ছিল সাদ্দাম ও তার দলবল।
গত ১৬ নভেম্বর বাইকে চেপে যাওয়ার সময় সাদ্দাম ও তার চারজন সঙ্গী আব্দুল্লাকে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল্লার। জখম হয় তার সঙ্গী শেখ জাহির। এরপর বন্দুক উঁচিয়ে পালিয়ে যায় তারা। সিসিটিভিতে ধরা পড়ে চাঞ্চল্যকর সেই ছবি। জাহির জবানবন্দিতে জানায় দুষ্কৃতীদের নাম। আরও জানায় গেম সাকসেস করতে দুটি নাইন এম এম ও দুটি ওয়ান শটার বন্দুক ব্যবহার করেছিল সাদ্দাম ও তার সঙ্গীরা। ঘটনার পর থেকেই পলাতক ছিল তারা। গা ঢাকা দিয়েছিল বিহারের প্রত্যন্ত এলাকায়। শিবপুর থানার পুলিশ হাওড়ার ডি ডি টিমের সহযোগিতায় তিনজনকে গ্রেফতার করে।