পশ্চিমবঙ্গহেডলাইন
বিদ্যাসাগর সেতুতে দুর্ঘটনায় জখম তিন

মনোজ চক্রবর্তী, হাওড়া : শুক্রবার সকালে বিদ্যাসাগর সেতুর উপর টোল ট্যাক্সের উপরে সিরিয়াল দূর্ঘটনায় তিন চালক গুরুতর জখম হয়।তিনজনকেই হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গিয়েছে, এদিন সকালে কলকাতাগামী একটি ওয়েল ট্যাঙ্কার নিয়ন্ত্রন হারিয়ে টোল প্লাজার কাজে ডিভাইডারে উঠে যায় ।এর পিছনেই পরপর তিনটি চার চাকার গাড়ি ধাক্কা মারে ।তিন গাড়ির চালক গুরুতর জখম হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে ভর্তি করে ।দূর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।এই ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হয় ।