গাঁজা বিক্রিকে কেন্দ্র করে আহত তিন
অরূপ দেবনাথ,হলদিবাড়ি: গাঁজা বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে আহত তিনজন। রবিবার দুপুরে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হলদিবাড়ি শহরের তালা কোম্পানী এলাকায়।পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। জানা যায়,হলদিবাড়ির তালাকোম্পানি এলাকার সুকুমার রায় নামে একজন গাঁজা বিক্রি করে।
আরও পড়ুন: ভিন জেলা থেকে ফেরৎ এক ব্যক্তিকে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গ্রামে ঢুকতে দিলেন না গ্রামবাসীরা
তাঁর কাছ থেকে বাপ্পা দাস নামে এক যুবক নেশা করার জন্য গাঁজা কিনতে যায়।কিন্তু তাকে গাঁজা দিতে অস্বীকার করে সুকুমার।গাঁজা না পেয়ে সে সুকুমারের ডেরায় ঢুকে জোড়করে গাঁজা নিয়ে চলে যায় সে । এই নিয়ে তালাকোম্পানী এলাকায় দুইপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে।পরবর্তীতে তা মারামারির আকার ধারণ করে।ঘটনায় আহত হয় দুই তরফে তিনজন। দুই তরফে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।