
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের সিমেদগা ও লোহারদাগা জেলায় দুটি পৃথক অভিযানে পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএলএফআই) গ্রেফতার হয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বানো থানা এলাকার কানারওয়া জঙ্গলে অভিযান চালানো হয়। সেখান থেকেই ধরা পড়ে তিন জন সন্ত্রাসবাদী।
আরও পড়ুন: প্রকাশ্যে এল প্রণব মুখোপাধ্যায়ের বই-এর অংশ, বিস্ফোরক অভিযোগ সোনিয়া-মনমোহনের বিরুদ্ধে
পুলিশ সুপার শামস তাবরেজ জানান, জঙ্গিদের কাছ থেকে পিস্তল, কার্তুজ, একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করেই এই অভিযান চালানো হয়। লোহরদাগায় নিষিদ্ধ সংগঠনের একটি এরিয়া কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তার কাছ থেকে একটি পিস্তল, দুটি দেশীয় বন্দুক, ৩৩ টি কার্তুজ, একটি মোটরসাইকেল এবং একটি সিডান গাড়ি উদ্ধার করা হয়েছে।