fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

ভাদু খুনে গ্রেফতার আরও তিন

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ বগটুই কাণ্ডে আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হল। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের নাম শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ। এরা এতদিন ধরে পলাতক ছিল। সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল লোকেশন ট্র‌্যাক করে তিনজনকে গ্রেফতার করা করেছিল  পুলিশ। এর আগে গ্রেফতার  হয়েছিল হানিফ।

পুলিশ সূত্রে খবর, রামপুরহাট, মালদা, ঝাড়খণ্ডের সীমান্তবর্তী অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। আর ধৃতদের মধ্যে সঞ্জু শেখের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  এই তিনজনকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করার অভিযোগ আছে হানিফের বিরুদ্ধে।

প্রসঙ্গত,  গত ২১ মার্চ রাতে বীরভূমের রামপুরহাটের বগটুই  মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক নারকীয় হত্যালীলার সাক্ষী থাকল রামপুরহাটের বগটুই গ্রাম। তার পর থেকেই জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় উত্তপ্ত বগটুই। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। পরিস্থিতি সামাল দিতে ঘটনার পর পরই গ্রামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। তাদের আর্থিক নিরাপত্তা দেওয়ার পাশপাশি গ্রামে সুরক্ষা দেওয়ার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশেই গ্রামে বসে অস্থায়ী পুলিশ পিকেট। বর্তমানে এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই।

 

 

Related Articles

Back to top button
Close