fbpx
অসমহেডলাইন

কলকাতা থেকে বাড়ি ফিরেই হোম কোয়ারান্টিনে আসামের তিন বাসিন্দা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার দেশ জুড়ে লক ডাউন ঘোষণা করায় কলকাতার অসম ভবনে আটকে পড়া কাটলিছড়ার বার জন তীর্থযাত্রী বরাকে ফিরে এলেন। শিলচর সিভিল হাসপাতাল কোয়ারান্টাইন সেন্টারে দিন কাটিয়ে রবিবার কাটলিছড়া ফিরলেন উজ্জল মালাকার,লক্ষী সিনহা এবং অলক সিনহা নামের তিন তীর্থযাত্রী । বাকিরা শীঘ্রই কোয়ারান্টাইন সেন্টার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছেন বলে জানা গেছে ।

রবিবার কোয়ারিন্টাইন কেন্দ্র শিলচর সিভিল হাসপাতাল থেকে,ছাড়া পেয়ে রবিবার বাড়িতে আসেন তিনজন তীর্থযাত্রী। রবিবার তাদের আগমনের খবর রাংগাবাক জিপির তিন নম্বর ,গ্রুপ সহ গোটা জিপিতে চাউর হয়।সোমবার জিপি সচিব বিধান ভট্রাচার্য, এলাকার আশা,কর্মী মলয়া সিংহ,অংগনওয়াড়ি কর্মী বিজয়া মালাকার এবং জিপি সভানেত্রীর প্রতিনিধি কোয়ারেন্টাইন ফেরত তীর্থ যাত্রীদের বাড়িতে যান।তারপর লক্ষী,সিনহার ছোট ভাই মানবেন্দ্র সিনহা জিপি সচিবের হাতে নিজের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকার অঙ্গীকারপত্র লিখিত ভাবে সমঝে দেন।এতে বলা হয়েছে কোবিড ১৯ রোগে করোনা ভাইরাস থেকে মুক্তি হতে গৃহিত নিয়ম বিধি মেনে চলব।মানবেন্দ্র কথায় আমাদের বাড়ির আর চারজন সদস্য বর্তমানে শিলচর ময়ুরী হোটেল কোয়ারেন্টাইনে আছেন। তারা শীঘ্র,বাড়িতে,ফিরবেন। তারাতীর্থ যাত্রা করে অসম,ভবনে গত ২৫ মার্চ আটকা পড়েন এবং সেখান,থেকে এক সপ্তাহ আগে শিলচর আসেন।তার মধ্যে লক্ষী, উজ্জলদের,বসন্ত রোগে আক্রান্ত হলে শিলচর সিভিল হাসপাতাল কোয়ারেন্টাইনে ঠাই,হয়।তারা কিছুটা সুস্থ হওয়ায় ছাড়া পেয়েছেন।

 

Related Articles

Back to top button
Close