লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতি সহ তিনজন

মিলন পণ্ডা ,কাঁথি (পূর্ব মেদিনীপুর): লক্ষ লক্ষ টাকা আত্মসাত, প্রতারিত মহিলাদের মারধর ও শ্লীলতাহানি ঘটনার গ্রেফতার হল দুই মহিলা সহ তিনজন। ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার কুমারপুর এলাকায়। প্রতারিত মহিলার অভিযোগে ভিওিতে তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। কাঁথি থানার পুলিশ জানিয়েছে ধৃতরা হল দিব্যেন্দু চ্যাটার্জী, তার স্ত্রী শিলা চ্যাটার্জী ও সুস্মিতা চ্যাটার্জি। সোমবার অভিযুক্তকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন: পঞ্চমী ও বিসর্জনের দিন পূজারিদের করোনা টেস্ট করাতে হবে, স্পষ্ট জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী
পুলিশ ও স্থানীয় সূএে জানাগেছে, দিব্যেন্দু তার স্ত্রী ও বৌমা মিলে মহিলা গুপে কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা নেয় বলে অভিযোগ। দীর্ঘদিন হয়ে গেলেও সেই টাকা ফেরত দেয়নি। টাকা ফেরত চাইতে গেলে ওই মহিলা গুপের সদস্যদের একাধিকবার ফেরত পাঠানো হয় বলে অভিযোগ। সেই ফেরত চাইতে গেলে টাকা মহিলাদের মারধর ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তারপরে সোমবার সকালে এই ঘটনার কাঁথি থানার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। কাঁথি থানার এক পুলিশ আধিকারিক বলেন অভিযোগে ভিওিতে তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে৷ যদিও তদন্তে কারনে আর বেশি কিছু জানাতে রাজি হয়নি পুলিশ।