ফের রকেট হামলায় কাঁপল আফগানিস্থানের রাজধানী কাবুল, বহু প্রাণহানির আশঙ্কা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার রকেট হামলায় কাঁপল কাবুল৷ জানা গিয়েছে, শনিবার সকালে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী৷ শহরের গ্রিন জোনে যেখানে অধিকাংশ বিদেশী দূতাবাস রয়েছে, সেটার খুব কাছেই এই হামলা হয়েছে৷ সূত্রের খবর, বিস্ফোরণে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন বহু। জনবহুল এলাকা হওয়ায় মৃত্যু ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Three people were killed and 11 more were wounded as 14 rockets landed in various parts of Kabul today morning, the Interior Ministry said: TOLONews https://t.co/00U3hIA3As
— ANI (@ANI) November 21, 2020
আফগান সরকারের এক মুখপাত্র স্বীকার করেছেন, অন্তত ১৪টি রকেট হামলা হয়েছে৷ রাজধানী শহরের যে অংশে হামলা চালানো হয়েছে সেখানে বহু আন্তর্জাতিক সংস্থার দফতরও রয়েছে৷ ওই মুখপাত্র আরও জানিয়েছেন, আবাসিক এলাকা গুলিতেই রকেটগুলি আছড়ে পড়েছে৷ ফলে ক্ষয়ক্ষতি আশঙ্কা বাড়ছে৷
আরও পড়ুন: শুভেন্দু-সৌগত সহ দলে আসছেন ৫ TMC সাংসদ বিজেপিতে আসবেন’, বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের
ইতিমধ্যেই হামলার বহু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে৷ তাতে দেখা যাচ্ছে বহু বাড়ি, অফিস এবং বহুতলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি৷ তালিবান এবং আফগান সরকারের মধ্যস্থতাকারীদের মধ্যে দোহায় শান্তি বৈঠক শুরু হয়েছ সেপ্টেম্বর মাস থেকে৷ তাতে খুব বেশি অগ্রগতি হয়নি৷ উল্টে গত কয়েকমাসে আফগানিস্তানে জঙ্গি হামলা বেড়েছে৷ তবে কয়েকদিনের মধ্যেই দোহাতে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও-র সঙ্গে তালিবান ও আফগান সরকারের মধ্যস্থতাকারীদের বৈঠকে বসার কথা৷ শুক্রবারই এ কথা ঘোষণা করেছে আমেরিকা৷ তার পরের দিনই এই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল৷