গুরুত্বপূর্ণদেশহেডলাইন
চেন্নাইয়ের তিনটি মেট্রো স্টেশনের নাম বদল হচ্ছে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পরিবর্তন। নাম বদল হচ্ছে চেন্নাই মেট্রো স্টেশনের। তিনটি মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী।
আলান্দুর মেট্রো স্টেশনের নাম রাখা হচ্ছে আরিগনার আন্না আলান্দুর মেট্রো। সেন্ট্রাল মেট্রো স্টেশনের রাখা হচ্ছে পুরাতচি থালাইভার ডা. এমজি রামচন্দ্রণ মেট্রো এবং সিএমবিটি মেট্রো স্টেশনের হবে পুরাতচি থালাইভার ডা. জে জয়ললিতা সিএমবিটি মেট্রো স্টেশন।
আরও পড়ুন:রাম বিরোধীরা দেশদ্রোহী! তোপ বিশ্ব হিন্দু পরিষদের
শুক্রবার তামিলনাড়ু মুখ্যমন্ত্রী দফতর (সিএমও)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, চেন্নাই মেট্রোর তিনটি মেট্রো স্টেশনের নাম পরিবর্তিত হচ্ছে।