পশ্চিমবঙ্গহেডলাইন
বনগাঁ সীমান্তে ৫০ হাজার টাকার কসমেটিকস সহ গ্রেফতার তিন মহিলা

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: ৫০ হাজার টাকার কসমেটিকস সহ তিন মহিলাকে গ্ৰেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বনগাঁ মহকুমা পেট্রাপোল থানার কালিয়ানি এলাকায়। ৫০ হাজার টাকার কসমেটিকস সহ তিন চোরা চালানকারী মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষী বাহিনি।
জানা গেছে, সোমবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের কালিয়ানী এলাকা থেকে তিন মহিলাকে আটক করে বিএসএফ এর ১৫৮ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অষ্টমী সরকার, লক্ষ্মী মণ্ডল ও ঝরনা সিংহ। তারা পেট্রাপোল থানার কালিয়ানী এলাকার বাসিন্দা। তাদেরকে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষীবাহিনী। ধৃত তিন মহিলাকে আজ মঙ্গলবার বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়েছে।