fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মর্মান্তিক! মাতলায় ভুটভুটি ডুবে মৃত তিন বছরের শিশু, নিখোঁজ আরও ১

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা: মাতলায় ভুটভুটি ডুবে মৃত্যু হল একজনের। নিখোঁজ আরও একজন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নদীর ঢেউয়ের তোড়ে ভুটভুটি ডুবে গেলে মৃত্যু হয় তিন বছরের শিশু কন্যা রেশমা মীর এবং নিখোঁজ হয় আনজেদ জমাদার নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার মাতলা নদীর পুরন্দর সংলগ্ন মগখালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানার ইটখোলা অঞ্চলের দুই নম্বর গোলাবাড়ি গ্রামের বাসিন্দা ইসলাম সেখের (৪৫)মৃত্যু হয় গত ১৯ আগস্ট রাতে। এই মৃত্যুর খবর পেয়ে মৃতের শ্বশুরবাড়ির লোকজন পরের দিন সকালে একটি ভুটভুটি করে আসে গোলবাড়িতে। সেখানে মৃত ইসলাম সেখের খবরে মাটি দিয়ে দুপুরে বাসন্তী মগখালি ও ভরতগড়ে বাড়ি ফিরছিল তারা ভুটভুটিতে। ভুটভুটিতে ২২ জন ছিল। এর মধ্যে ১ জন শিশু কন্যা ছিল।

আরও পড়ুন:করোনা চিকিৎসায় সরঞ্জাম কেনা নিয়ে বিপুল অর্থ নয়ছয়ের অভিযোগ! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

মাতলা নদীর পুরন্দর সংলগ্ন মগখালি এলাকায় হঠাৎই নদীর ঢেউয়ের তোড়ে ভুটভুটির তলা ফেঁটে যায়। ফলে ভুটভুটিতে জল ঢুকে ভুটভুটি ডুবে যায়। ভুটভুটি যাত্রীরা সাঁতার কেটে নদীর পাড়ে এসে ওঠে এবং আশপাশের মৎস্যজীবীরা উদ্ধার করে। কিন্তু ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় আনজেদ জমাদার এবং নদীর নোনা জলে মৃত্যু হয় তিন বছরের শিশুকন্যা রেশমা মীরের। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। পুলিশ জল পথে নিখোঁজের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজের খোঁজ পাওয়া যায়নি। তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Back to top button
Close