fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

ঘুড়ি উৎসবে হাওয়ার সঙ্গে উড়ে গেল ৩ বছরের শিশু

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: তাইওয়ানে বিখ্যাত ঘুড়ি উৎসবে উড়ে গেল ৩ বছরের এক শিশু। আকাশে ঘুড়ির সঙ্গে উড়ে যায় এই শিশু। প্রায় ১৮ সেকেন্ড ধরে বাচ্চা মেয়েটি ঘুড়ির সঙ্গে উড়তে থাকে। হাওয়ার তীব্রতা এতই বেশি ছিল যে, ওই শিশু প্রায় ১০০ ফুট ওপরে উঠে যায়। এরপর বহু কষ্টে নামিয়ে আনা হয় তাঁকে। কিন্তু স্বস্তির খবর এই যে এই ঘটনায় কোনওরকম ভাবেই আহত হয়নি বলেই বাচ্চা মেয়েটি।  কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে সে কান্নাকাটি শুরু করে দেয়।  এই ঘটনার পরে আয়োজকরাও ঘুড়ি উৎসব বন্ধ করে দেন।

[আরও পড়ুন- প্রণব মুখোপাধ্যায়ের জন্য রাইসিনা হিলসে ইলিশ ভাপা রেঁধে খাইয়েছিলেন শেখ হাসিনা]

জানা গিয়েছে যে, ৩ বছরের ওই শিশুটির নাম লিন। তাইওয়ানের হানশিনু শহরেরে বাসিন্দা সে। বিখ্যাত ঘুড়ি উৎসবে সেও বাবা-মায়ের সঙ্গে আনন্দে সামিল হয়েছিল। কিন্তু আচমকা হাওয়ায় সে একটি ঘুড়ির সঙ্গে উড়ে যায়। কিন্তু খুব দ্রুততার সঙ্গে তাঁকে নিচে নামিয়ে আনা হয়। এই মুহূর্তে ভালো আছে সে।

 

Related Articles

Back to top button
Close