fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

চিনা আগ্ৰাসন নিয়ে কি বললেন ভারত-আশ্রিত তিব্বতি প্রেসিডেন্ট সাংগে?

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: চিনা আগ্রাসন নিয়ে ভারতকে সতর্ক করলেন ভারতের তিব্বত সরকারের প্রধান লব  সাং সাঙ্গে।

পূর্ব লাদাখে গোটা গালওয়ান ভ্যালি নিজেদের এলাকা বলে দাবি করছে চিন৷ বিগত কয়েক দশকে সরাসরি যে দাবি করেনি, এখন হঠাত্‍ উঠে পড়ে লেগেছে চিন৷ আর ঠিক এখানেই সিঁদুরে মেঘ দেখছে তিব্বতের নির্বাসিত সরকার৷ চিনের আগ্রাসন দেখেই ভারতকে সতর্ক করলেন সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাং সাংগে৷

২০১৭ সালের ডোকলাম স্ট্যান্ড-অফ প্রসঙ্গ টেনে তিনি জানান, লাদাখের এই আগ্রাসনও সেই ফাইভ ফিঙ্গার স্ট্র্যাটেজির-ই অংশ৷ তিব্বতের নেতারা ভারতকে গত ৬০ বছর ধরেই এটাই সতর্ক করে আসছেন৷ নেপাল, ভুটান ও অরুণাচলের উপরেও চাপ রয়েছে৷

Related Articles

Back to top button
Close