ক্যানিং ও বারুইপুর রেল স্টেশনে খুলে গেল টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম পরিস্কার করতে ব্যস্ত রেল কর্মীরা

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার স্টেশন গুলিতে পরিস্কার,পরিচ্ছন্ন করতে কোমর বেঁধে নেমে পড়ল রেল কর্মীরা। দীর্ঘ সাত আট মাস লোকাল ট্রেন চলাচল বন্ধ। ফলে বহু মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজনের ভরসা এই রেলপথ। আর এই রেলপথের উপর দাঁড়িয়ে রয়েছে তাদের রুজিরোজগার। করোনা ভাইরাস মহামারীর কারণে একদিকে মানুষজন যেমন ঘরবন্দি, তেমনি কাজ হারিয়েছেন বহু মানুষ।
আরও পড়ুন- শুভেন্দুর সমর্থনে ব্যানার ঝুলল উলুবেড়িয়ায়
এদিকে রাজ্য সরকার ও রেলের বৈঠকে সবুজ সংকেত আসে আগামী বুধবার থেকে লোকাল ট্রেন চলবে। আর ঘোষণায় আশায় বুক বেঁধে সুন্দরবনের প্রত্যন্ত অসহায় মানুষগুলি। এদিকে সকালে ক্যানিং প্লাটফর্মে রেলকর্মীরা ঝাড়ু নিয়ে নেমে পড়ে স্টেশন পরিস্কার করতে। সেইমত কাজ শুরু হয়ে গেল বারুইপুর টেশনে। মাক্স পড়ে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেনে ওঠার আবেদন জানাবেন রেল কর্তৃপক্ষ। এদিন বহু রেলের যাত্রী ভিড় জমায় তাদের মান্থলি টিকিট নবীকরণের জন্য। ফলে আগামী বুধবার কখন রেলের চাকা গড়ায় সে দিকে তাকিয়ে রেলযাত্রীরা।