fbpx
আন্তর্জাতিকহেডলাইন

দুই তাবড় মার্কিন সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে টিকটক, সন্তোষের সুর ট্রাম্পের কণ্ঠে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ২ তাবড় মার্কিন সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে টিকটক। জানা গেছে, র্কিন সংস্থা ওয়ালমার্ট ও সিলিকন ভ্যালির রাজকীয় সংস্থা ওরাক্যালের সঙ্গে মিলে ব্যবসা শুরু করবে টিকটক। তারা টিকটকের ডেটা পার্টনার হয়েছে। বিখ্যাত চাইনিজ অ্যাপ টিকটকের এই পদক্ষেপ ঘিরে সন্তোষের সুর এসেছে খোদ মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে।

এই চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় এটা দারুণ একটা ঘটনা হতে চলেছে।..’ এই চুক্তিতে ট্রাম্পের স্বতঃস্ফূর্ত শুভেচ্ছা রয়েছে বলেও তিনি জানান।

এদিকে, চিনের সংস্থা বাইট ডান্সের অধীনে থাকা টিকটকের তরফেও এই ডিলের কথা জানানো হয়েছে। উল্লেখ্য, ভারতে আপাতত নিষিদ্ধ টিকটক সহ একাধিক অ্যাপ। মার্কিন মুলুকের এই চুক্তির ফলে এবার টিকটক নিয়ে কোন সিদ্ধন্ত ভারতে উঠে আসে , সেদিকে নজর সকলের।

উল্লেখ্য, এর আগে , ট্রাম্পও ভারতের সুরে সুর মিলিয়ে টিকটক নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এদিকে, ওয়ালমার্ট টিকটকের কমার্সিয়াসল পার্টনার হিসাবে উঠে এসেছে। তার হাত ধরে মার্কিন মুলুকে নতুন একটি সংস্থা আসছে। যার নাম হচ্ছে ,’টিকটক গ্লোবাল’।

Related Articles

Back to top button
Close