fbpx
দেশহেডলাইন

করোনার জেরে ভক্তদের দান কমেছে! ব্যাঙ্কে জমা টাকায় মাসিক সুদ নেবে তিরুপতি বালাজি মন্দির

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা লকডাউনে জেরে টালমাটাল অর্থনৈতিক ব‍্যবস্থার। তার তীব্র ছাপ পড়েছে ধর্মীয় স্থানগুলোতেও। বিশ্বের অন্যতম ধনী মন্দির তিরুপতির ভাঁড়ারে পড়েছে টান। ভক্তদের দানের পরিমাণ কমে গিয়েছে৷ তাই এ বার ব্যাঙ্কে জমা ১২ হাজার কোটি টাকার উপরে মাসিক সুদ নেওয়ার সিদ্ধান্ত নিল তিরুমালা তিরুপতি ট্রাস্ট৷

ভক্তদের দানের পরিমাণ কমে গিয়েছে৷ তাই এ বার ব্যাঙ্কে জমা ১২ হাজার কোটি টাকার উপরে মাসিক সুদ নেওয়ার সিদ্ধান্ত নিল তিরুমালা তিরুপতি ট্রাস্ট৷
ট্রাস্টের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিমাসেই জমা টাকার উপরে সুদ নেওয়া হবে ব্যাঙ্কগুলি থেকে৷ এমনতিতে তিরুপতি ব্যাঙ্কে তিন মাসে একবার, ৬ মাসে কিংবা এক বছরে একসঙ্গে টাকা জমা দেয়৷ ম্যাচ্যুরিটি হওয়ার পরে সুদ নেয়৷

তিরুপতি মন্দির ট্রাস্টের ব্যাঙ্কে জমা টাকার পরিমাণ ১২ হাজার কোটি টাকার বেশি৷ ২০২০-২১ সালের হিসেবে গোটা বছরের সুদ বাবদ ৭০৬ কোটি টাকা পাচ্ছে তিরুপতি৷ আসলে করোনার জেরে ভক্তদের দানের পরিমাণ অনেকটাই কমেছে৷ তাছাড়া লকডাউনের জেরে ৮০ দিন বন্ধ ছিল মন্দির৷ খোলার পরেও ভক্তদের ভিড় যথেষ্ট কম৷

ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ওয়াই ভি সুব্ব রেড্ডির কথায়, ‘আমরা ঠিক করেছি, সব জমা মাসিক করে দেব অবিলম্বে৷ প্রতি মাসে টাকা জমা করা হবে, সুদ নেওয়া হবে৷ মন্দিরের নানা খরচ, সেবায়েতদের মাইনে সঠিক সময়ে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত৷’

Related Articles

Back to top button
Close