fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কুলপি

অমিতাভ মণ্ডল, কুলপি: মাদার ও যুব তৃণমূলের মধ্যে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হল কুলপি। স্থানীয় দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের ছামনাবুনিতে বোমাবাজির ঘটনায় তাজা বোমাসহ ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা সাহাদৎ পাইক, সানোয়ার পাইক, দিলওয়ার হোসেন বৈদ্য, নাজমুল হোসেন বৈদ্য, কারিমুল্লা বৈদ্য ও গোলাম পাইক। ধৃতদের শনিবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। সাহাদৎ পিয়াদার গ্রেফতার নিয়ে তৃণমূলের মাদার সংগঠন ও যুব তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপান উতোর শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর গ্রাম পঞ্চায়েতের ছামনাবুনির তৃণমূল কংগ্রেস কর্মী সাহাদৎ পাইকের স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এলাকায় আমফান ঝড়ের ক্ষতিপূরণ দেওয়াকে ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। এরপর তৃণমূল কংগ্রেসের মাদার সংগঠনের সঙ্গে তার ঠান্ডা লড়াই শুরু হয়। পরে সাহাদৎ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষে চলে আসায় সেই লড়াই প্রকাশ্যে আসে। এমনকি গ্রাম পঞ্চায়েত সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তারপর থেকে উত্তাল হয়ে ওঠে ছামনা বুনি এলাকা। বোমাবাজি চলে বলে অভিযোগ। সেই বোমাবাজিতে কয়েকজন জখম হন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে কুলপি থানার ওসি তরুণ রায় ঘটনাস্থলে আসেন। অভিযোগ জমা পড়ে। এরপর তল্লাশি অভিযান শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সন্ধ্যায় ছামনাবুনির গোপন ডেরা থেকে সাহাদৎ সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি তাজা বোমা।

কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা জানান, সাহাদৎ একজন দুষ্কৃতী। তৃণমূল যুব কংগ্রেস কর্মী বলে আমরা জানি। দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেছিল। গ্রাম পঞ্চায়েত সদস্যকে হুমকি দিয়েছিল। ওই সদস্য এখনও গ্রামে ফিরতে পারেনি। ওর নেতৃত্বে গ্রামে বোমাবাজি চলেছিল। সেই বোমাবাজিতে ওর বিরুদ্ধে থানায় অভিযোগ হয়।কুলপি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তারকনাথ প্রামানিক জানান, সাহাদৎ তৃণমূল কংগ্রেসের মাদার সংগঠনের কর্মী ছিলেন। ওর স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আম্ফান ঝড়ে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে মাদার সংগঠনের সঙ্গে ওর মত বিরোধ তৈরি হয়। তৃণমূল যুব কংগ্রেসের কর্মী বলে তৃণমূলের মাদার সংগঠন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, আমি চাই এলাকা শান্ত থাকুক। আইন আইনের পথে চলবে। পুলিশ পুলিশের কাজ করুক।

Related Articles

Back to top button
Close