দিনহাটায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে তৃণমূলের স্মৃতিচারণ

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্মৃতিচারণ করা হল। মঙ্গলবার দিনহাটার সিতাই ব্লকে তৃণমূলের ব্লক কার্যালয়ে স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। ভারতরত্ন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূলের সিতাই অঞ্চল সভাপতি শ্যামল গঙ্গোপাধ্যায়, কার্যকরী সভাপতি শরৎ চন্দ্র বর্মন, সম্পাদক বিশু রায় প্রামানিক প্রমুখ।
এদিন স্মৃতিচারণের এই সভা শুরুর আগে প্রয়াত ও প্রাক্তন রাষ্ট্রপতি স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল ভারতের। তিনি ছিলেন আমাদের কাছে অভিভাবকের মত। ইন্দিরা গান্ধির সময়কাল থেকে তিনি একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। দেশের অন্যতম এই অর্থনীতিবিদ নানাভাবে দেশের সংকট কালে পাশে থেকে সমাধানের রাস্তা খুঁজে দিয়েছেন। এদিন বিধায়ক ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা ও বক্তব্য রাখতে গিয়ে তার জীবনী নিয়ে আলোচনা করেন।