নিউটাউনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর, ড্যামেজ কন্ট্রোলে নামল তাপস চ্যাটার্জির অনুগামীরা

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: তাপস চ্যাটার্জি মানুষের সেবায়, দান-ধ্যানে থাকে। তাপস চ্যাটার্জি গুলি-বোমায় থাকেনা, নিউটনের পাথরঘাটায় বোমাবাজি ঘটনার প্রতিক্রিয়া দিলেন বিধাননগরের প্রাক্তন ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি। তিনি বলেন, তাপস চ্যাটার্জির অনুগামী বলে কিছু হয়না, সকলে মমতা ব্যানার্জির অনুগামী। পুলিশ ঘটনার তদন্ত করছে, আসল ঘটনা প্রকাশ্যে আসবেই।
নিউটাউনের পাথরঘাটায় বোমাবাজির ঘটনায় তৃণমূলের তাপস চ্যাটার্জির অনুগামী মনোজ বিশ্বাস এর অভিযোগ, পাথরঘাটা পঞ্চায়েতের সদস্য কণিকা বিশ্বাস, ২১৭ নম্বর পার্টের বুথ সভাপতি বাবলু মোল্লা সহ তাদের দল মাটি চুরি করে বিক্রি করত, আমফানের টাকা নিয়ে দুর্নীতি ছাড়াও রেশনের চাল নিয়ে দুর্নীতি করত। তারই প্রতিবাদ করাতে তাপস চ্যাটার্জির অনুগামী হিসেবে পরিচিত মনোজ বিশ্বাস খয়রুল সহ বেশকিছু তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করে, গত ২০ তারিখে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ।তারই পরিপ্রেক্ষিতে তাপস চ্যাটার্জির অনুগামীদের ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়।