ত্রাণ বন্টন নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, উভয়পক্ষের জখম ৮

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: ত্রাণ বন্টন নিয়ে তৃণমূলের গোষ্ঠী, উভয়পক্ষের জখম ৮।বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের হাড়োয়া থানার কোকিল পুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ বন্টন নিয়ে তৃণমূলের মাইতি পরিবারের মধ্যে গন্ডগোল বচসা ঝামেলা শুরু হয়। ভাই সুদীপ্ত মাইতি ও জেঠুতুতু দাদা হিমাংশু মাইতির মধ্য প্রথমে গন্ডগোল বাধে, তারপরে একে অপরের উপরে লাঠি, লোহার রড নিয়ে হামলা চালায় এবং মাথা ফাটিয়ে দেয় বলে জানা যায়। আজ বুধবার দুপুরবেলায় আটপুকুর গ্রাম পঞ্চায়েত সদস্য দু’পক্ষের পুরুষ-মহিলা মিলিয়ে প্রায় আট জন আহত হয়। আহতদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এর আগে দীর্ঘদিন ধরে এই দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে একাধিকবার সালিশি সভা হয়। দু’পক্ষই হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানা পুলিশ।
পাশাপাশি এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোকিল পুর এলাকায় হাড়োয়া থানার পক্ষ থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তাহলে কি ত্রাণ বিলি কে সামনে রেখে পুরনো বিবাদের জেরে এই গণ্ডগোলের সূত্রপাত? পুরোটাই তদন্ত শুরু করেছে পুলিশ।