আমফানের টাকা নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: এলাকায় আমফান ঝড়ের ক্ষতিপূরণে ফর্ম পূরণ করাকে কেন্দ্র করে উত্তেজনা। এই ঘটনায় গুরুতর আহত দুই। স্থানীয় ও পুলিশ সূত্রে এদিন সকালে বাহিরবেনা গ্রামে তৃণমূলের এক কর্মী ফর্ম পূরণ করা ছিল কিছু অসহায় দুস্থ গ্রামবাসীদের নিয়ে। আর এই খবর প্রধান জানতে পেরে উপপ্রধানকে পাঠায় ঘটনাস্থলে। এরপর সেখানে উপপ্রধানকে ধাক্কা মেরে ফেলে দেয় মাদার তৃণমূলের কর্মীরা। এমনই অভিযোগ যুব তৃণমূলের। এরপর প্রধান এর অনুগামীরা এসে ওই ফর্ম পূরণ বন্ধ করে দেয়।
অভিযোগ, সঞ্জয় হালদার নামে এক যুবক বেআইনিভাবে ফর্ম পূরণ করছিল। শুধু তাই নয় ফর্ম পূরণ করার জন্য বিভিন্ন গরিব মানুষদের থেকে ৩০ টাকা করে নিয়েছিলেন বলে জানান যুব তৃণমূলের কর্মীরা। অন্যদিকে এই ব্যক্তির নামে এর আগেও আমফানের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল এমনটাই দাবি মাতলা ২ নম্বর পঞ্চায়েত প্রধান উত্তম দাসের। এদিকে এলাকার অঞ্চল সভাপতি দাবি করেছেন, প্রধানকে এড়িয়ে ফর্ম পূরণ করার জন্যই তার ওপর হামলা চালিয়েছে প্রধান ও তার লোকজন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।