fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কলেজ ছাত্র খুনের ঘটনায় মূল অভিযুক্ত জয়দীপ ঘোষকে দলে ফিরিয়ে নিল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: দুই বছর আগে দিনহাটা কলেজের ছাত্র অলক নিতাই দাস খুনের ঘটনায় মূল অভিযুক্ত জয়দীপ ঘোষকে দলে ফিরিয়ে নিল তৃণমূল কংগ্রেস। রবিবার দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারে দলের এক সভার মধ্য দিয়ে তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়। এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি পার্থ প্রতিম রায়।

উপস্থিত ছিলেন বিধায়ক উদয়ন গুহ, বিশু ধর, পার্থনাত সরকার, বিষ্ণু কুমার সরকার, গৌরীশংকর মহেশ্বরী, বিশ্বনাথ দে আমি্‌ন,তাপস দাস, রাহুল রায় প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ প্রকাশ্যেই যুব তৃনমূলের কয়েকজন নেতার নাম উল্লেখ না করে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুব মানেই জমির দালালি নয়। বিধায়ক এদিন কার্যত তার বিরোধী গোষ্ঠীর নেতাদের নাম উল্লেখ না করে তাদেরকে নানাভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যুব মানে চাকরির জন্য টাকা তোলা নয়, যুব মনে ঘর দেওয়ার কথা বলে টাকা তোলা নয়। এই যে একটা কালো দাগ এই দাগ টাকে সরিয়ে ফেলার দায়িত্ব যুবদের নিতে হবে।

এ প্রসঙ্গে যুব তৃনমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় বলেন, এদিনের সভা সম্বন্ধে তার কিছু জানা নেই। তবে বিধায়ক যদি যুব নেতা কর্মীদের সম্বন্ধে কিছু বলে থাকে তা ঠিক বলেনি। তাছাড়াও কারো সম্বন্ধে কিছু বলতে গেলে আগে নিজেকে ঠিক হতে হয়। এ দিনের এই সভায় তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসানো হবেই আমাদের লক্ষ্য।

পাশাপাশি তিনি বিজেপির কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের উদ্দেশ্যে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য জেলার মানুষের জন্য নানা উন্নয়ন করেছেন। আর কোচবিহারের সাংসদ রাজবংশীদের নিয়ে দেড় বছর ধরে রাজনীতি করে চলেছে। কোচবিহারের মানুষের জন্য তিনি কোনো উন্নয়ন করেনি। পাশাপাশি উদয়ন গুহর বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নিশ্চিত ভাবে বিধায়ক উদয়ন গুহর কাছে কিছু অভিযোগ রয়েছে তা নিয়ে গায়ে মাখানোর কিছু নেই। তৃণমূল দল স্বচ্ছতাকে সবসময় মান্যতা দেয়। এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। যেসব কর্মীরা এইসব কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে দুই বছর দলের বাইরে থাকার পর পুরসভার প্রাক্তন কাউন্সিলার জয়দীপ ঘোষ বলেন, তিনি সবসময় উদ্যন গুহর নির্দেশ অনুয়ায়ী কাজ করেছেন। দলের বিভিন্ন কর্মসূচীতে নিষ্ঠার সাথে অংশ নিয়েছেন। দলকে শক্তিশালি করতে তিনি আগামীতে কাজ করে যাবেন।

Related Articles

Back to top button
Close