fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

দলের মধ্যে ‘বেসুরো গাওয়া’ নেতাদের কড়া বার্তা অভিষেকের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বজবজে দলীয় প্রচারসভায় আক্রমণাত্মক অভিষেক।আওয়াজ তুললেন দলের মধ্যে দলত্যাগী মনোভাব রাখা নেতা কর্মীদের প্রসঙ্গে। রবিবার প্রচারসভায় উপস্থিত কর্মী সমর্থকদের কাছে সরাসরি সেই প্রশ্নই রাখলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শুরু থেকেই মনে করা হচ্ছিল যে, রবিবারের সভা থেকে দলের ‘বেসুরো’ নেতাদের প্রতি বার্তা দেবেন দলের তরুণ তুর্কী৷ সেই মতই কারও নাম না করেই তিনি বুঝিয়ে দিলেন যে দল এবং দল নেত্রীই তৃণমূলের শেষ কথা বলেন৷ কেউ যদি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাঁকে কোনও ভাবেই মেনে নেওয়া হবে না৷ ‘বেসুরো’ নেতাদের প্রতি দলের মনোভাবই একপ্রকার নিজের বক্তব্যে তুলে ধরলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ৷ পাশাপাশি কোনও নেতার নাম না করে তিনি আরও বলেন যে উচ্চাক্ষাঙ্কার ফলে যদি কেউ দল ছাড়েন, তিনি আসলে মেরুদন্ডহীন৷ মূলত শুভেন্দু অধিকারীর নাম না করে তাঁকে কটাক্ষ করেন অভিষেক৷ তাঁর কথায় ‘রাতারাতি কেউ নেতা হয়নি, কেউ প্যারাশ্যুটে নামেনি, লিফ্টে ওঠেনি৷ লিফ্টে উঠলে আমি দক্ষিণ কলকাতায় দাঁড়াতাম’৷

গত কয়েকদিন নানা পরিবর্তন ঘটেছে দলে৷ মন্ত্রত্ব থেকে পদত্যাগ করেছেন শুভেন্দু৷ তিনি দল ছাড়তে পারেন, এই জল্পনাও চলছে জোরদার৷ দল থেকে বিজেপি-তে যোগ দিয়েছেন মিহির গোস্বামী৷ দল ছাড়ছেন শীলভদ্র দত্ত৷ কিছুটা অন্য সুর জটু লাহিরীর গলায়৷ তাঁদের প্রতি দলের মনোভাব কী, সেটা অভিষেকের বক্তব্য আরও একবার স্পষ্ট হয়ে গেল৷

Related Articles

Back to top button
Close