পশ্চিমবঙ্গহেডলাইন
করোনা আবহের তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের বিশেষ আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: করোনা আবহের মধ্যেও বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃত্বদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল। তৃণমূলের সিতাই ব্লক কার্যালয়ে বুধবার বিকালে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, শিক্ষক নেতা শ্যামল গাঙ্গুলী, শরৎ চন্দ্র বর্মন, বিশু রায় প্রামানিক প্রমূখ।
এদিনের এই সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও শিক্ষার উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এদিনের শিক্ষকদের এই সভায় করোনা ভাইরাস নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন বিধায়ক। এদিন কেন্দ্রের সমালোচনার পাশাপাশি রাজ্য সরকারের নানা উন্নয়ণের কথা এবং শিক্ষার উন্নয়ণের নানাদিক শিক্ষকদের সামনে তুলে ধরেন বিধায়ক।