fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে খেজুরিতে তৃণমূলের মিছিল

ভীষ্মদেব দাশ, খেজুরি: পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বেসরকারিকরণের বিরোধিতায় খেজুরিতে বিক্ষোভ মিছিল করল তৃণমূল। করোনা সংক্রমণ রুখতে দেশব্যাপী লকডাউন তারওপর আমফানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ। কর্মহীন হয়ে পড়েছেন গ্রাম বাংলার বহু মানুষ। ত্রাণ সাহায্য নিয়ে দিন কাটাচ্ছেন অনেকেই। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই মহামারীর সময়ে কেন্দ্রীয় সরকারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বিপদে ফেলেছে সাধারণ মানুষকে। আয় না থাকলেও বেড়েছে জিনিসপত্রের দাম।

কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরোধিতায় বুধবার খেজুরি-২ ব্লকের নিজকসবা পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ করেন তৃণমূল নেতা-কর্মীরা। বিজেপিকে ধিক্কার জানান তাঁরা। পথসভায় সাধারণ মানুষদের কাছে তুলে ধরেন কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ, মূল্যবৃদ্ধির মতো জনবিরোধী কর্মকান্ডের কথা। নিজকসবা পঞ্চায়েত সভাপতি দেবাশীষ দাস প্রশ্ন তোলেন সাধারণ মানুষের জন্য কতটা ভাবছেন বিজেপি সরকার। যদি ভাবতেন তাহলে এই মহামারীর সময়ে জিনিসপত্রের দাম বাড়ত না। রেল বেসরকারিকরণ হত না।

Related Articles

Back to top button
Close