পশ্চিমবঙ্গহেডলাইন
কেন্দ্রের বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ তৃণমূলের

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: কেন্দ্র সরকারের বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ তৃণমূলের। জানা গিয়েছে, এদিন বিক্ষোভে সামিল হন বসিরহাট মহাকুমাজুড়ে হাড়োয়া, সন্দেশখালি হিঙ্গলগঞ্জ সহ বিভিন্ন ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি শফিক আহমেদ, হিঙ্গলগঞ্জ বিধায়ক দেবেশ মন্ডল ও ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী সহ তৃণমূল নেতৃত্ব।
কেন্দ্র সরকারের রেল, এয়ারপোর্ট, বিএসএনএলের বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ তৃণমূল নেতৃত্ব। মঞ্চ তৈরি করে বুকে প্লাকার্ড নিয়ে বসে গণতান্ত্রিক পদ্ধতিতে অবস্থান শুরু করেছে। মঙ্গলবার ১১ টা থেকে হাড়োয়ার মূল কেন্দ্রে এবং হিঙ্গলগঞ্জ কালিবাড়ির মূল জায়গায় মঞ্চ বেঁধে অবস্থান-বিক্ষোভ ধরনায় বসেছেন। এই বিক্ষোভ কর্মসূচিতে অনেক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।