fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বন্ধ হয়ে যাওয়া পোস্ট অফিস খোলার দাবিতে শিলিগুড়িতে তৃণমূলের বিক্ষোভ

কৃষ্ণা দাস, শিলিগুড়ি: বন্ধ হয়ে যাওয়া পোস্ট অফিস পুনরায় খোলার দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করল মাটিগাড়া ১ নম্বর অঞ্চল তৃণমূল। বুধবার মাটিগাড়া ব্লকের সুশ্রুতনগর এলাকার বন্ধ হয়ে যাওয়া পোস্ট অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। তাদের দাবী এলাকার সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে এখানে এই পোস্ট অফিস পুনরায় খুলতে হবে। না হলে আগামীদিন শিলিগুড়ি শহরে প্রধান ডাকঘরের সামনে গিয়ে বিক্ষোভ করা হবে বলে।

জানা গিয়েছে দীর্ঘ ৫০ বছর ধরে এখানে পোস্ট অফিসটি ছিল। কিন্তু আচমকা সম্প্রতি রাতের অন্ধকারে কোনো নোটিশ ছাড়াই পোস্ট অফিসটি উঠে যায়। এলাকার বহু মানুষ পোস্ট অফিসে টাকা পয়সার লেনদেন করতেন। কেউ ১৯৯৩ সাল থেকে টাকার লেনদেন করছেন। কেউ বা তারও আগে। এভাবে পোস্ট অফিসটি উঠে গিয়ে কোথায় ও কেন চলে গেল তা জানা নেই কারুর। ফলত সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। তাদের সঞ্চিত অর্থ তারা তুলতে পারছে না। আদৌ তারা সেই অর্থ ফিরে পাবে কিনা তাও তারা জানেন না। এই পরিস্থিতিতে মাটিগাড়া ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সরব হয়ে পথে নামে। এদিন তৃণমূল অঞ্চল সভপতি কৃষ্ণ সরকার বলেন, “এখানে ১৪ হাজার ভোটার রয়েছে, ২৫ হাজার সাধারণ মানুষ রয়েছে তারা যাতে সঠিক পরিসেবা পায় তাই অবিলম্বে এখানেই পোস্ট অফিস খুলতে হবে। পাশাপাশি কেন ও কাদের মদতে পোস্ট অফিসটি উঠে গেল তাও তদন্ত করতে হবে। অবিলম্বে পোস্ট অফিস খোলা না হলে শিলিগুড়ির হেড পোস্ট অফিসে গিয়ে বিক্ষোভ দেখাবো।”

Related Articles

Back to top button
Close