রেলের বেসরকারিকরণের প্রতিবাদে হাসনাবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল

পরিমল দে, বসিরহাট : রেলের বেসরকারীকরণের প্রতিবাদে মঙ্গলবার বিপুল জনসমাগমের মধ্যে দিয়ে হাসনাবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল তৃণমূল নেতা বাবু মাস্টারের পক্ষ থেকে। মানুষের ভিড়ে সামাজিক দূরত্বের সব বিধি ভেঙে যায় এদিন।
আরও পড়ুন: ক্যানিংয়ে আমফান দুনীর্তির বিরুদ্ধে বামেদের বিক্ষোভ
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে রেলের বেসরকারিকরণের বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার ব্লক থেকে বুথস্তর পর্যন্ত প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের ডাকা সেই কর্মসূচী পালন করতে হাসনাবাদ ব্রীজ থেকে বিডিও অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিললের আয়োজন করে তৃণমূল। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধক্ষ ফিরোজ কামাল গাজীর নেতৃত্বে মিছিল হয়। সেই মিছিলে উপস্থিত হন হাসনাবাদের ৯ টি পঞ্চায়েতের শহশ্রাধিক মানুষ। মিছিল করে হাসনাবাদ বিডিও অফিসের সামনে এসে সেখানে রেল বেসরকারিকরণের বিরুদ্ধে সভা করেন তিনি।