রেলের বিলগ্নীকরণের প্রতিবাদে দিনহাটা রেলওয়ে স্টেশনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: রেলকে বিলগ্নীকরণের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিনহাটা রেলওয়ে স্টেশনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে মঙ্গলবার সকালে দিনহাটা রেলওয়ে স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি দিনহাটা মহকুমার বেশ কয়েকটি রেলওয়ে স্টেশনে এই কর্মসূচি সংঘটিত হয়। রেলের বিলগ্নীকরণ এর প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূলের এদিনের আন্দোলনকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: রেলের বেসরকারিকরণের প্রতিবাদে হাসনাবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল
এদিন স্টেশন চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক বিধায়ক উদয়ন গুহ, দলের দিনহাটা বিধানসভা কার্যকরী কমিটির আহ্বায়ক বিষ্ণু সরকার, প্রাক্তন দুই কাউন্সিলর অসীম নন্দী, গৌরীশংকর মাহেশ্বরী প্রমুখ। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতৃত্ব বলেন কেন্দ্রীয় সরকার ভারতীয় রেলকে বিলগ্নিকরণ করার প্রতিবাদে দলনেত্রীর নির্দেশে লাগাতার এই আন্দোলন চলবে। তারই অঙ্গ হিসাবে দিন দিন হাট স্টেশনেও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়