তপসিলি সংলাপ ব্যবহার করে জঙ্গল মহলে প্রচারে নামছে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তপসিলি সংলাপ ব্যবহার করে জঙ্গল মহলে প্রচারে নামছে তৃণমূল। তফসিলি জাতি – উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলিতে রাজ্য সরকারের ‘সাফল্য’ নিয়ে আগামী ক’দিন গাড়ির মাধ্যমে প্রচার চালানাে হবে। তফসিলি অধুষিত এলাকা গুলিতে এই গাড়ি নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার শুরু করবে তৃণমূল। বিধানসভা ভােটের আগে পুরােদমে বিজেপির বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে রাজ্যের শাসক দল । বিজেপি কে কোথাও এক চুল জমি ছাড়তে নারাজ। নীল – সাদা রংয়ের এই গাড়ির মাথায় রয়েছে ছােট দু’টি মাইক । লােগােতে লেখা ‘ তফসিলির সংলাপ ‘ । এই গাড়ি এবার ছুটতে শুরু করেছে শহর , শহরতলি গ্রামগঞ্জে । জানা গিয়েছে , ‘ তফসিলির সংলাপ ‘ লেখা গাড়িটি নির্দিষ্ট এলাকায় যাবে ।গাড়িতে থাকবেন দু’জন করে তৃণমূল নেতা । প্রথমে বাড়ি বাড়ি প্রচার চলবে । তারপর সাধারণ মানুষের সামনে ওই গাড়ি থেকেই বক্তব্য রাখা হবে । তফসিলি জাতি ও উপজাতিভুক্তদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কী প্রকল্প নিয়েছে তা সবিস্তারে উল্লেখ করা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে একুশের নির্বাচনের আগে বিজেপিকে ঠেকাতেই তৃণমূলের এই নতুন পরিকল্পনা। ইতি মধ্যেই জঙ্গল মহলের আদিবাসীদের একাংশের মধ্যে রাজ্য সরকারের ক্ষোভ বেড়েছে। এবার তপসিলি সংলাপ দিয়ে সে বিষয়ে মেক আপ করতে চায় তৃণমূল।