fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

তৃণমূলের ‘শিক্ষক জনসংযোগ’ কর্মসূচি শুরু হল পশ্চিম মেদিনীপুরে 

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলায় শিক্ষকদের জনসংযোগ কর্মসূচি শুরু হল। রবিবার শালবনী ও কেশপুর ব্লকের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে।পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির “চলুন মাস্টারমশাই, ঘুরি বাড়ি বাড়ি কর্মসূচীর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জনকল্যাণ মূলক প্রকল্পগুলি নিয়ে সাধারন মানুষকে সচেতন করাই মূল লক্ষ্য বলে শিক্ষক সমিতির তরফে তন্ময় সিংহ জানান। শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী ও সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে বলে সংগঠনের তরফে জানানো হয়।

রবিবার এই কর্মসূচীর শুরুতেই সদর দক্ষিণের সমরেশ ঘোষ, আনন্দপুরের জয়দেব ঘোষ ও সদর উত্তরের তরফে লক্ষী সামন্ত, অমর চৌধুরী ও শুভম চাউলিয়া অংশগ্রহণ করেন। রবিবার এই কর্মসূচী শালবনীর ব্লকের ৩ নং অঞ্চলের তিলাখুলা ও কেশপুরের ব্লকের ১ নং অঞ্চলের উরামীতে সংগঠিত হয়। শিক্ষক তন্ময় সিংহ বলেন, “পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি গ্রামে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হবে। রবিবার এই কর্মসূচিতে ভালো সাড়া পাওয়া গিয়েছে। সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

Related Articles

Back to top button
Close