পশ্চিমবঙ্গহেডলাইন
উচ্চ মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থানাধিকারি ময়ুখ নন্দী কে সম্বর্ধিত করল তৃণমূল

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কামাক্ষ্যাগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ময়ূখ নন্দী ৪৯৪ নম্বর পেয়ে মেধা তালিকায় ষষ্ঠ স্থান লাভ করেছে। শনিবার তার কামাক্ষ্যাগুড়ির বাড়িতে এসে তাকে সম্বর্ধনা দিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী। মৃদুল বাবু বলেন, ময়ূখ জেলার নাম উজ্জ্বল করেছে। এদিন সম্বর্ধনা পেয়ে ময়ূখ জানায় সে আপ্লুত।