সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল! মাস্ক ছাড়াই সভায় যোগ অধিকাংশ তৃণমূলকর্মীদের

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে দিনহাটায় মাস্ক ছাড়াই সভায় অংশ নিলেন অধিকাংশ তৃণমূল কর্মী সমর্থকরা। মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও। তা সত্ত্বেও সেই আইনকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে অধিকাংশ তৃণমূল কর্মী সমর্থক দিনহাটা শহরের হেমন্ত বসু কর্ণারে দলীয় সভায় অংশ নেয়। যার জেরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলছে। রাজ্য সরকারের তরফে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রায়ই কোথাও না কোথাও মাস্ক বিহীনদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক করা হচ্ছে তাদের। তা সত্ত্বেও রবিবার দিনহাটায় তৃণমূলের এক সভায় কর্মী-সমর্থকদের অধিকাংশকেই দেখা গেল কোনওরকম মাস্ক ছাড়াই। কর্মী-সমর্থকদের অনেকেরই উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তৃণমূলের এই সভায় এদিন ভিড় উপচে পড়ে কর্মী-সমর্থকদের। অধিকাংশ দিনই মুখে কোনরকম মাস্ক না থাকার পাশাপাশি একসাথে বেশি মানুষের জমায়েত হওয়ায় প্রশ্ন উঠেছে স্বাস্থ্যবিধি নিয়ে। এই রোগ প্রতিরোধে যখন নানাভাবে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সচেতনতা প্রচার জারি রয়েছে তখন কোনরকম মাস্ক ছাড়া এমনকি সামাজিক দূরত্ব না মেনে তাদের থাকতে দেখা গিয়েছে অনেককে।
বিজেপির নেতা সুদেব কর্মকার বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সাধারণ মানুষকে যখন নানাভাবে রক্ষা করতে চেষ্টা চলছে তখন রাজ্যের শাসক দল তৃণমূল রাজনীতি করার চেষ্টা করছে। একসাথে বেশি লোকের জমায়েত যখন নিষিদ্ধ তখন মাস্ক ছাড়া শাসক দলের কর্মী-সমর্থকরা সভায় যোগ দিচ্ছে কিভাবে? যদিও তৃণমূল নেতা বিশু ধর বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকলেই এদিনের সভায় হাজির হন। বিজেপি দলের নেতাকর্মীদের অন্য কোনও কাজ নেই, তাদের কাজই শুধু সমালোচনা করা।