তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি ভাঙড়ে, আহত ৬
নিজস্ব প্রতিবেদন, ভাঙড়: যুব বনাম মাদার তৃণমূলের লড়াইয়ে ব্যপক বোমাবাজি ভাঙড়ে।ঘটনায় আহত ভাঙড় ১ ব্লকের যুব তৃনমূল সভাপতি বাদল মোল্লা, আয়নাল মোল্লা সহ মোট আট জন। বোমার আঘাতে বাদলের পেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।আয়নাল মোল্লা নামে আরও এক যুব নেতার মাথা ফেটেছে।ঘটনার জেরে ব্যপক উত্তেজনা ছড়িয়েছে ঘটকপুকুর সংলগ্ন মরিয়া গোবিন্দপুর এলাকায়।এলাকায় পুলিশ পিকেট বসেছে।
তৃনমূল সূত্রে খবর, মূলত ভাঙড় ১ ব্লকের নেতা কাইজার আহমেদ বনাম যুব সভাপতি বাদল মোল্লার অনুগামীদের মধ্যে এদিন ঝামেলা বাধে।যুব নেতা বাদল মোল্লার নেতৃত্বে এদিন মরিয়া গোবিন্দপুর এলাকায় মিছিল করে ত্রানের ত্রিপল সহ অন্যান্য জিনিস পত্র বিতরণ করতে গিয়েছিলেন বাদল।সেই কাজ শেষ করে মিছিল করে এলাকায় ফেরার সময় একটি দোকানের ছাদ থেকে বাদলকে লক্ষ্য করে কয়েকটি বোমা ছোঁড়া হয়।অভিযোগ কাইজার অনুগামী খোকন ,নাসির মোল্লা এই কাজ করেছেন।এলাকায় কাদের দখলদারী থাকবে সেটা নিয়েই এদিনের ঝামেলা বলে পুলিশ জানতে পেরেছে।ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ