তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসেই TMCP ত্যাগ! রাজ্য জুড়ে যোগদান ABVP তে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সংগঠন ছেড়ে দলে দলে ছাত্ররা যোগ দিল এবিভিপিতে। শুক্রবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উপস্থিতিতে সাড়ম্বরে গান্ধী মূর্তির পাদদেশে পালিত হয় প্রতিষ্ঠা দিবস। কিন্তু একদিকে তৃণমূলের যুবরাজ তথা দলের অন্যতম কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা দিয়ে ছাত্রদের মন জয় করছিলেন। ঠিক অন্যদিকে দলে দলে ছাত্ররা তৃণমূল ছেড়ে বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপিতে যোগদান করেন।
পুরুলিয়া, কোচবিহার, হুগলি, আশোকনগর সহ রাজ্যের বিভিন্ন জেলাতে এই বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকল বাংলা। যা বিগত কয়েক বছরের ছাত্র রাজনীতির ইতিহাসে দেখা যায় নি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, যুবরাজের প্রাধান্য হয়তো মেনে নিতে পারছে না ছাত্ররা। এর আগে দলের অন্দরে যুবরাজের প্রাধান্য মেনে নিতে না পেরে দল ছেড়ে ছিলেন অনেকেই।
এবার সেই পথে হাঁটল ছাত্ররাও।হুগলি জেলায় টিএমসিপি এর প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূলের কাজ কর্মের উপর ক্ষুব্ধ হয়ে টিএমসিপি এর সক্রিয় নেতার ভাই লালটু সাঁতরা ও বনি সামন্তের নেতৃত্বে প্রায় কুড়ি জনেরও অধিক তৃণমূলের সক্রিয় কার্যকর্তা পােলবা মহাবিদ্যালয় থেকে জাতীয়তাবাদের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে এবিভিপি পরিবারের সঙ্গে যুক্ত হয়।
একই রকম ভাবে টিএমসিপি এর প্রতিষ্ঠা দিবসে প্রায় শতাধিক টিএমসিপি কর্মী কোচবিহার জেলার এবিভিপি বানেশ্বর নগর ইউনিটে যােগদান করে।
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার সাঁতুড়ী অঞ্চলে প্রাক্তন টিএমসির প্রধান মাননীয়া রেখা বাউরীর পরিবার সহ প্রায় ২০০ জন মানুষ ভারতীয় জনতা পার্টির গৈরিক পতাকা হাতে তুলে নেন। পুরুলিয়া বিজেপির জেলা সভাপতি মাননীয় শ্রী বিদ্যাসাগর চক্রবর্তী মহাশয় এর হাত থেকে তারা এবিভিপি পতাকা হতে তুলে নেন । সাধারণমানুষ – এর মতে ২০২১ এর নির্বাচনের আগেই পুরুলিয়ায় টিএমসি নিশ্চিহ্ন হয়ে যাবে ।
অন্য দিকে আশোক নগরেও এদিন টি এমসিপি প্রতিষ্ঠা দিবসে প্রায় ৭০ জন ছাত্র উঃ চব্বিশ পরগনা জেলার অশােকনগর ইউনিটে এবিভিপিতে তে যুক্ত হয় । ২৮ শে আগস্ট থেকেই তৃণমূল ছাত্র পরিষদের শেষের যাত্রা শুরু হলাে ।
টিএমসিপি এর প্রতিষ্ঠা দিবসের দিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা কলেজ থেকে টিএমসিপি এর প্রায় ২০ জন কার্যকর্তা বিদ্যার্থী পরিষদে যােগদান করেলেন ।
জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে টিএমসিপি এর প্রতিষ্ঠা দিবসে টিএমসিপি ছেড়ে এবিভিপি তে যােগদান করলা ২৪ জন ছাত্রছাত্রী । নবাগত সকল ছাত্র – ছাত্রীদের হাতে এবিভিপি এর পতাকা তুলে দেন এবিভিপি ধূপগুড়ি নগর শাখার নেতৃত্ববৃন্দরা ।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনে তৃণমূলে বড়সড় ভাঙ্গন ধরাল দাসপুর এবিভিপি ইউনিট । দাসপুর এর নাড়াজল , ঘাটাল ও কেশপুর কলেজ থেকে প্রায় ৫০ জন তৃণমূল ছাত্র পরিষদের এর কার্যকর্তা এবিভিপি পরিবারের সাথে যুক্ত হয়।