fbpx
কলকাতাহেডলাইন

JEE ও NEET পিছনোর দাবি, শুক্রবার গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি TMCP’র

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহে JEE এবং NEET পিছনোর দাবিতে সরব তৃণমূল। বুধবার বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । জোটবদ্ধ হয়ে লড়াই করার বার্তাও দিয়েছেন তিনি। বুধবার নবান্ন থেকে সর্বদল বৈঠকে NEET-JEE প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ফের পরীক্ষা পিছনোর পক্ষেই বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় জয়েন্ট ও নিট পরীক্ষা নিয়ে বিজেপি বিরোধী দলগুলির যে ভার্চুয়াল বৈঠক হয় সেখানেই সোনিয়া গান্ধি প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্র সরকার পরীক্ষা না পিছোলে প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ করবে বিরোধীরা।

এবার একেবারে রাস্তায় নেমে আন্দোলনের পথে তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার দেশজুড়ে বিজেপি বিরোধী দলগুলি রাস্তায় নামবে কেন্দ্রীয় জয়েন্ট ও নিট পরীক্ষা বাতিলের দাবিতে। সেই তালিকায় থাকছে তৃণমূলের নামও। ২৮ আগস্ট দলের প্রতিষ্ঠা দিবসে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন দলীয় নেতাকর্মীরা। করোনার কথা মাথায় রেখে ছোট অবস্থান মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন টিএমসিপি নেতাকর্মীরা। শুক্রবার সকালে দলীয় পতাকা তুলবেন নেতৃবৃন্দ। বেলা তিনটে নাগাদ ছাত্র ও যুবদের উদ্দেশে ভারচুয়াল বৈঠকে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন তৃণমূল ছাত্র পরিষদের নানা কমিটিতে রদবদলও হতে পারে।

এই বিক্ষোভের সুরটা বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধি। গতকাল কেন্দ্রীয় জয়েন্ট ও নিট পরীক্ষা নিয়ে বিজেপি বিরোধী দলগুলির যে ভার্চুয়াল বৈঠক হয় সেখানেই সোনিয়া গান্ধি প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্র সরকার পরীক্ষা না পিছোলে প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ করবে বিরোধীরা। সেই প্রস্তাব সমর্থন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঠিক হয়ে যায় যে ২৮ আগস্ট এই প্রতিবাদ বিক্ষোভ হবে দেশজুড়ে।

আরও পড়ুন: করোনা সঙ্কটে প্রবীণদের বাড়ি গিয়ে চিকিৎসা পরিষেবায় ‘ বাঁচবো’

করোনার কারণে এপ্রিল থেকে একাধিকবার পিছনোর পর সেপ্টেম্বরের শুরুতে সারা দেশে ইঞ্জিনিয়ারিং (JEE-Main) এবং ডাক্তারি প্রবেশিকা (NEET-UG) পরীক্ষা হওয়ার দিন ধার্য হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে স্বাস্থ‌্যবিধি মেনে নানা পদক্ষেপের কথা ঘোষণাও করা হয়েছে। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। কারণ, সংক্রমণের আশঙ্কা করছেন অধিকাংশই। শুরু থেকেই সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার তিনি প্রতিবাদে সরব হয়েছেন। কেন্দ্রকে চিঠিও লেখেন তিনি।

 

 

 

Related Articles

Back to top button
Close