fbpx
কলকাতা

ভোগান্তি লাঘব করতে, আরও ৪৯টি রুটে নামছে বাস

লকডাউনের মাঝেই রাস্তায় ভিড় বাড়ছে মানুষের। বাসের জন্য দাঁড়িয়ে থেকে থেকে বাড়ছে মানুষের ভোগান্তি। দুর্ভোগ কাটাতে এবার কলকাতা ও শহরতলির মধ্যে ৪৯টি বাস রুট চালু হতে চলেছে। গুরুত্বপূর্ণ সমস্ত রুটই আছে এই তালিকায়। লকডাউনের মাঝেই শুক্রবার থেকে বহু বেসরকারি অফিস খুলে গিয়েছে। যেতে হচ্ছে কর্মচারীদের। বাস না পেলে তারা যেতেও পারছেন না। সেকথা মাথায় রেখেই দিনকয়েকের মধ্যেই এই বাসের সংখ্যা এবং রুট বাড়ানোর সিদ্ধান্ত।

নদিয়া এবং দুই চব্বিশ পরগনার সঙ্গেও শহরের যোগাযোগ ব্যবস্থা ঠিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে বাসের মাধ্যমে। তবে এসবই রাস্তাঘাট ঠিক হওয়ার পর। আমফানের তাণ্ডবে চতুর্দিক লণ্ডভণ্ড। গাছ পড়ে রয়েছে বহু রাস্তায়। সব স্বাভাবিক হলেই এই বাস পরিষেবা চালু হবে। বর্তমানে শহরে ১৫টি রুটে আধঘণ্টা অন্তর বাস চলছে। কিন্তু চলাই সার। প্রতি ডিপো থেকে বাস ছাড়ার আগেই যাত্রী হয়ে যাচ্ছে ২০ জন। পরের বাসের জন্য তখনও অধিকাংশ বাস ছাড়ার স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকছেন প্রায় ৩০-৪০ জন। ফলে বাস ছাড়ার পর মাঝখানে থাকা স্টপেজে যারা দাঁড়িয়ে থাকছেন তারা আর উঠতে পারছেন না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুন: ‘কঠিন সময়, চ্যালেঞ্জ অতিক্রম করবই!’ ইদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

দফতর সূত্রে খবর, সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। প্রথম ট্রিপে নামানো হবে আড়াইশোটি বাস আর দ্বিতীয় ট্রিপে চলবে পৌনে দু’শো মতো। আপাতত নন এসি বাস রাস্তায় চলবে। নামানো হবে না এসি বাস। স্বাস্থ্যবিধি মেনে বাসে কুড়ি জন যাত্রী তোলার নিয়ম। তাই পরিস্থিতি সামলাতে পরিবহণ দফতরের কর্তাদের একাংশ মনে করছেন, সাধারণ সময়ে বাসে যখন ৬০-৬৫ জন যাত্রী উঠতে পারেন, সেখানে এখন সংখ্যাটা ২০ না করে ৩০ করলে পরিস্থিতি কিছুটা সামলানো সম্ভব। সবই যখন খুলে যাচ্ছে তখন দূরত্ব বজায় রেখেই ত্রিশ জন যাত্রী বাসে তোলা হলে ক্ষতি কী! না হলে শুধু সরকারি বাস দিয়ে যাত্রীর চাপ সামলানো মুশকিল হবে।

Related Articles

Back to top button
Close