
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ বহুদিন ধরে জল্পনা চলছিল। আজ পরিণতি পেল। সিপিএমের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মহম্মদ সেলিম। সূর্যকান্ত মিশ্রের জায়গায় রাজ্য সম্পাদক পদে মহম্মদ সেলিম।
মহম্মদ সেলিম ভারতীয় বাঙালি রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সিপিআই(এম) দলের একজন নেতা। মহম্মদ সেলিম ২০১৫ সালে ২১তম বিশাখাপত্তনম পার্টি কংগ্রেসে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের পলিটব্যুরো সদস্য নির্বাচিত হন। তিনি ভারতের ১৬তম লোকসভায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এর আগে ১৪তম লোকসভায় তিনি কলকাতা উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন।
সেলিম একজন দক্ষ রাজনীতিবিদ। মহম্মদ সেলিম ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দশ বছর ভারতের কমিউনিস্ট পার্টি দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯০ থেকে ২০০১, মোট ১১ বছর মহম্মদ সেলিম রাজ্যসভার সাংসদ ছিলেন। ২০০১ সালের বিধানসভা নির্বাচনে তিনি এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন এবং ষষ্ঠ বামফ্রন্ট সরকারের মন্ত্রী হন।