সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আন্দোলনকে আরও দুর্বার করতে সন্তান দলের প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: বাল্যবিবাহ, পণপ্রথা রোধ, নারী নির্যাতন বন্ধ-সহ বিভিন্ন দাবিতে আন্দোলনকে আরও দুর্বার করে তুলতে সন্তান দলের কোর কমিটির প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। শনিবার দিনহাটা ১ ব্লকের কোয়ালিদহে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সঞ্জীত দাস, উত্তরবঙ্গ কমিটির সভাপতি সুশীল চন্দ্র সেন, সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় সরকার, অজিত বর্মন প্রমূখ।
এদিনের এই শিবিরের বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বালক ব্রহ্মচারীর জীবনের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান সমাজের নানা বিষয় তুলে ধরে বলেন, বর্তমান সমাজে যে অস্থিরতা চলছে এর থেকে মুক্তি পেতে বালক ব্রহ্মচারীর নীতি এবং পথকে পাথেয় করা জরুরি। ধর্ম ধর্ম করে সমাজে যা চলছে তা প্রকৃত ধর্ম নয়। ধর্মের মূল ব্যাখ্যা বালক ব্রহ্মচারী দিয়েছেন। সেই পথে সমাজের সকল মানুষ এগিয়ে গেলে কোনও সমস্যা থাকবে না। সমাজ থেকে পণপ্রথা, বাল্যবিবাহ ও মদপানের বিরুদ্ধে লাগাতার প্রচার চালাতে হবে।
এদিনের এই কর্মীসভায় সংগঠনের নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সংগঠনকে মজবুত করার জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়।