fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

করোনার চোখ রাঙানির মধ্যেই আজ ২১শে জুলাই মহাসমাবেশ তৃণমূলের, ভিড় বাড়ছে সমর্থকদের

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: দেশের করোনা গ্রাফ ক্রমশই আতঙ্ক বাড়িয়ে তুলছে। সবাইকে কেন্দ্র থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সেই রক্তচক্ষুকে উপেক্ষা করেই আজ ২১ জুলাই। মহাসমাবেশ! প্রায় দুদিন ধরে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল বাদ দিয়ে দলে দলীয় সমর্থক থেকে মানুষ আসতে শুরু করেছে। থাকার জায়গাগুলিতে উপচে পড়ছে ভিড়। সেখানে থাকা-খাওয়ার পরিষেবা দেওয়া হচ্ছে। খাওয়ার মধ্যে ভাত-ডাল-সোয়াবিনের তরকারি, ডিমের কারি রয়েছে। সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

দুবছর করোনার কারণে ভার্চুয়ালি সভা হয়েছিল। কিন্তু এবার প্রকাশ্যে জনসভা। দিদিকে একবার কাছ থেকে দেখা আশায় প্রতীক্ষা সকলের।

গতকালই অভিষেক জানিয়েছিলেন, ৪০ লক্ষ সমর্থক আসবেন। জনজোয়ারে পরিণত হবে।

করোনা নিয়ে অভিষেক বলেন, মানুষকে সচেতন হতে হবে। করোনার বৃদ্ধি তৃণমূল-বিজেপি, হিন্দু-মুসলিম কারুরু হাতে নেই। তাই সবাইকে বলব মাস্ক পরে আসুন। স্যানিটাইজার সঙ্গে রাখুন।

২১ জুলাইয়ের সভার প্রেক্ষিতে আদালতের রাজ্যকে নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনেই সভা করতে হবে। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কোভিড সংক্রমণ ফের বাড়ায় গত ৩০ জুন রাজ্যে একটি কোভিড বিধি জারি করে। সেই নির্দেশিকা মেনেই শহিদ দিবসের সভা করার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলকে। আদালত জানিয়েছে, আগামিকালের জমায়েত থেকে যেন বেশি করে কোভিড সংক্রমণ না ছড়ায় তার জন্য সমস্ত রকম পদক্ষেপ করুক রাজ্য। শান্তিপূর্ণ আবহাওয়ায় যেন সমাবেশ হয় তা নিশ্চিত করতে হবে রাজ্যকে, নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

Related Articles

Back to top button
Close