fbpx
দেশহেডলাইন

ভোররাতে আবারও কেঁপে উঠল লাদাখ, তীব্রতা ৩.৬

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কাঁপল লাদাখ উপত্যকা। জানা গিয়েছে, সোমবার ভোররাতে আবারও কেঁপে উঠল লাদাখ। হিমালয় অঞ্চলে গত দু-সপ্তাহের মধ্যে এটি তৃতীয় ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয়েছে যে, সোমবার ভোর ৪টে বেজে ৪৪ মিনিটে ৩.৬ তীব্রতার ভূ-কম্পন অনুভূত হয় লাদাখে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।

প্রসঙ্গত, এর আগে ৮ অক্টোবর সকাল ৯টা বেজে ২২ মিনিটে লাদাখের কারগিলে ৪.২ কম্পাঙ্কের ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। তার আগে ৫.১ তীব্রতার আর একটি ভূমিকম্প অনুভূত হয় লে’তে। দু’টি ভূমিকম্পেই সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর নেই। প্রাণহানিও হয়নি।

                    আরও পড়ুন: দিলীপ ঘোষের আরোগ্য কামনায় বিশেষ হোম-যজ্ঞ তমলুকে

২৫ ও ২৬ সেপ্টেম্বর, পর পর মাঝারি ভূমিকম্প হয় লাদাখে, রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৭ ও ৫.৪। ২৪ সেপ্টেম্বর সকালেও মৃদু কম্পন অনুভূত হয় লাদাখ-সহ জম্মু-কাশ্মীর অঞ্চলে। উপত্যকার গুলমার্গ থেকে ২৮১ কিলোমিটার উত্তরে ছিল কম্পনের উত্সস্থল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ধরা পড়ে ৩.৭। কম্পনের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির হয়নি।

Related Articles

Back to top button
Close