এবার ভয়াবহ আগুন লাগল মুম্বইয়ের NCB-র অফিস বিল্ডিং-এ, ঘটনাস্থলে দমকল

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সোমবার মুম্বইতে মধ্যরাতে ভেঙে পড়ে এক বহুতল। ইতিমধ্যেই ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এবার এই ঘটনার ১২ ঘন্টা কাটতে না কাটতেই এবার মুম্বইয়ের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। জানা গিয়েছে, আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুন: সত্যজিৎ খুনের মামলায় জামিন পেলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার
সূত্রের খবর, সোমবার দুপুরে আগুন লাগে মুম্বইয়ের এক্সচেঞ্জ বিল্ডিং-এ। বালার্ড এস্টেটের বহুতলের তৃতীয় তল থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। সেখানেই রয়েছে NCB-র অফিস। বর্তমানে রিয়া চক্রবর্তী মাদক মামলার তদন্ত চলছে সেখান থেকেই। বহুতলের চতুর্থ তলে আগুন লেগেছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ইঞ্জিন।
Mumbai: Fire breaks out in Exchange Building at Ballard Estate; fire tenders present at the spot pic.twitter.com/odzNk0Bfpd
— ANI (@ANI) September 21, 2020
আরও পড়ুন: মুম্বইয়ে ভিওয়ান্ডিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তিনতলা বাড়ি, মৃত ১০
এদিকে যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়া রুখতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে দমকল। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। কী ভাবে আগুন লাগল, তাও এখনও স্পষ্ট নয়।