
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আজ উত্তরপ্রদেশে শেষ অঙ্কের ভোট যুদ্ধ। সপ্তম দফার নির্বাচনে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এদিনের ভোটে আজ সব থেকে বেশি নজর থাকবে বারাণসীর ওপরে। কারণে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনী কেন্দ্র।
বারাণসী ছাড়াও আজ ভোটগ্রহণ চলবে আজমগড়, মৌ, জৌনপুর, মির্জাপুর, ভাদোহী ও সোনভদ্র সহ মোট ৮টি জেলার ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। শেষ দফায় বেশ কয়েকজন মন্ত্রী ও বিরোধী নেতার ভাগ্য নির্ধারণ হবে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য হলেন অনিল রাজবর, নীলকান্ত তিওয়ারি, গিরীশ যাদব, সঙ্গীতা যাদব বলবন্ত প্রমুখ। বিরোধীদের মধ্যে অন্যতম হলেন সদ্য প্রাক্তন মন্ত্রী দারা সিং চৌহান, দুর্গা প্রসাদ যাদব, বিজয় মিশ্র, ওমপ্রকাশ রাজবর, ধনঞ্জয় সিং, আব্বাস আনসারি প্রমুখ।
দেশের বৃহত্তম রাজ্য হওয়ার অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সুষ্ঠুভাবে ভোট করাতে দায়বব্ধ ছিল নির্বাচন কমিশন। সেই কারণেই সাত দফায় ভোট করানোর সিদ্ধান্ত নেয় কমিশন।