রাজনৈতিক জগতে ফের নক্ষত্রপতন, প্রয়াত রামবিলাস পাসোয়ান

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক জগতে ফের নক্ষত্রপতন, প্রয়াত হলেন রামবিলাস পাসোয়ান। বৃহস্পতিবার তাঁর ছেলে চিরাগ পাসোয়ান এই খবরটি সকলকে জানান।
বিস্তারিত আসছে…
প্রসঙ্গত, কয়েকদিন আগেই হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। দীর্ঘ অসুস্থতায় ভুগে আজ মারা গেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের লোক জনশক্তি পার্টির সভাপতি রামবিলাস পাসোয়ান। এদিন রামবিলাসের ছেলে তথা এলজেপি নেতা চিরাগ পাসোয়ান এই শোক সংবাদ টুইট করে জানিয়েছেন
টুইটে চিরাগ পাসোয়ান লিখেছেন “পাপা…আব আপ ইস দুনিয়া মে নেহি হ্যায় লেকিন মুঝে পাতা হ্যায় আপ জাহা ভি হ্যায় হামেশা মেরে সাথ হ্যায়। মিস ইউ পাপা…”
কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারে উপভোক্তা বিষয়ক মন্ত্রী ছিলেন রামবিলাস। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বস্তুত বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন বিহারের এই পোড় খাওয়া নেতা। গত শনিবার সন্ধে থেকে নতুন কিছু সমস্যা দেখা দেওয়ায় সেদিন গভীর রাতে তাঁর হৃদপিণ্ডে অস্ত্রোপচার করতে হয়েছিল।