আজ মহাষষ্ঠী, একাধিক পুজো উদ্বোধনের কর্মসূচী নিয়ে পথে সাংসদ জগন্নাথ সরকার

শ্যামলকান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: উৎসব আবহে মুখরিত বাংলা। কাশফুলের বিচরণ সহ শিউলির সুগন্ধে মাতোয়ারা বাংলা। হাইকোর্টের নির্দেশে এবার পুজোয় অনেক বিধিনিষেধ আরোপিত হয়েছে। আয়োজক সংগঠন সহ নেতা, মন্ত্রী, সেলিব্রেটিরা ভার্চুয়াল উদ্বোধনের উপরই এবার বেশি জোড় দিয়েছেন। বাংলায় পুজোর উদ্বোধনে বিজেপি নেতা মন্ত্রীদের থেকে তৃণমুল কংগ্রেস অনেক এগিয়ে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অসংখ্য পুজোর ভার্চুয়াল উদ্বোধন করে ফেলেছেন, বিজেপি নেতা মন্ত্রীদের ও এবার শিকে ছিঁড়েছে অনেক ক্ষেত্রে।
আরও পড়ুন:৩০০বছরের ঐতিহ্যে ছেদ! হচ্ছে না গোবরডাঙার জমিদার বাড়ির দুর্গাপুজো
আজ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, সারা দিনে হাফ ডজন পুজোর উদ্বোধনে সকাল থেকে পথে নেমেছেন। সকালে বাদকুল্লা শ্যামা শ্রী মহিলা সমিতির পুজো উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি তথা দিনের শুভ সূচনা, ইতিমধ্যেই দ্বিতীয় পুজো হাঁসখালি বাসস্ট্যান্ড সংলগ্ন এভারগ্ৰীনের পুজো প্যান্ডেলের দ্বারোদঘাটন পর্ব দিয়ে শেষ, এবার যাত্রা শুরু গাজনার উদ্দেশ্যে তার পর দত্তপুলিয়া হয়ে রানাঘাটের একটি পুজোর উদবোধন করবেন সাংসদ জগন্নাথ সরকার।