fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

আজ সেনা জওয়ানদের সঙ্গে জয়সলমীরে দীপাবলি পালন করবেন নরেন্দ্র মোদি

জওয়ানদের শ্রদ্ধায় দেশবাসীকে প্রদীপ জ্বালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বার বার সেনা জওয়ানদে মনোবল বাড়াতে ছুটে গিয়েছেন তিনি। এবারেও তার অন্যথা হল না। গোটা দেশ মেতে উঠেছে দীপাবলির আবহে। আদালতের নির্দেশ সকলেই নিজের মতো করে আলোর উৎসব পালন করতে ব্যস্ত।  আর এই সময়ে প্রতি বছরের মতো এই বছরও জয়সলমীরে সেনা জওয়ানদের সঙ্গেই দীপাবলী উদযাপন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাসি দেশবাসীর উদ্দেশে সেনা জওয়ানদের সম্মান জানাতে প্রদীপ জ্বালোনোর আহ্বান জানালেন নরেন্দ্র মোদি।  টানা সাত বছর এই একই কাজ করতে দেখা যাবে তাঁকে। এই বছর দ্বিতীয়বারের জন্য সেনা জওয়ানদের সঙ্গে দেখা করতে যাবেন প্রধানমন্ত্রী মোদি। জুলাই মাসে লাদাখে আচমকা গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: ৬ হাজার ৫৬৯টি মাটির প্রদীপে আলোকিত হল অযোধ্য.. রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন যোগী আদিত্যনাথ

এদিকে উত্তপ্ত সীমান্ত। পাক সেনা গুলিতে শহিদ হয়েছেন ১১ জন। তাঁদের মধ্যে ৫ সেনা জওয়ান রয়েছেন। বাকিরা সাধারণ নাগরিক। ভারতের তরফেও তার জবাব দিয়েছেন সেনারা। ভারতীয় সেনার গুলিতে পাকিস্তানের ৮ সেনা খতম হয়েছে। এই পরিস্থিতিতে সেনার সঙ্গে প্রধানমন্ত্রীর দীপাবলী উদযাপন খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার টুইট করে দেশবাসীকে প্রধানমন্ত্রী এক বার্তা দেন। সেই বার্তায় সেনার জন্য একটি করে প্রদীপ জ্বালানোর কথা বলেছেন প্রধানমন্ত্রীর। টুইট করে প্রধানমন্ত্রী গোটা দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘এই দীপাবলীতে আসুন আমরা সবাই একটি করে প্রদীপ জওয়ানদের সম্মানের জন্য জ্বালাই, যাঁরা আমাদের দেশকে রক্ষা করছেন। তাঁদের সাহসিকতার জন্য সম্মান জানাতে কোনও শব্দই যথেষ্ট নয়। যাঁরা সীমান্তে রয়েছেন তাঁদের পরিবারের প্রতিও আমরা সমান সম্মান জানাচ্ছি।’

Related Articles

Back to top button
Close