fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ভ্যাকসিনের গতিবিধি জানতে আজ তিন শহরে গবেষনাগার পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণে নেই করোনা ভাইরাসের সংক্রমণ। সকলেরই অপেক্ষা ভ্যাকসিনের। একমাত্র ভ্যাকসিনই পারে এই মারণ ভাইরাসের হাত থেকে সকলে রক্ষা করতে। কারণ প্রতিষেধক ছাড়া মারণ ভাইরাসকে যে রোখা যাবে না, তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিজ্ঞানী ও গবেষকরা জোরকদমে ভ্যাকসিন আবিষ্কারের দিকে জোর দিয়েছে।

এবার সেই ভ্যাকসিন কীভাবে বানানো হচ্ছে, সতর্কতা মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে পরিদর্শনের জন্য আজ দেশের তিন শহরের গবেষনাগারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর, আজ দিল্লি থেকে বিশেষ বিমানে প্রথমে আহমেদাবাদে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ওষুধ প্রস্তুতকারী সংস্থা জাইডাস বায়োটেক পার্কে যাবেন। সেখান থেকে পৌঁছবেন হায়দরাবাদের জিনোম ভ্যালিতে ‘ভারত বায়োটেক’ এর গবেষণাগারে। সেখান থেকে যাবেন পুনের ‘সেরাম ইনস্টিটিউট’-এ।

আরও পড়ুন: ডার্বি মহাযুদ্ধ নিয়ে কী বলছেন প্রাক্তন ফুটবলাররা? পড়ুন

হায়দরাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জনার সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার বিকেল ৩টে ৪০ মিনিট নাগাদ হায়দরাবাদে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকেই জিনোম ভ্যালির ভারত বায়োটেক-এর টিকা তৈরির গবেষনাগারে আসবেন তিনি। হায়দরাবাদে রওনা হয়ে যাবেন পুনেতে। সেখানেও বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যাবেন পিম্পরি-চিঞ্চওয়াড়ে সেরাম ইনস্টিটিউটে।

Related Articles

Back to top button
Close