fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

আজ একনাথ শিন্ডের আবেদনে শুনানি সুপ্রিম কোর্টে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ক্রমশই অবস্থা জটিল হচ্ছে মারাঠাভূমে। উদ্ধব ঠাকরের গদি টালমাটাল। একনাথ শিন্ডের একের পর এক হুমকি মহারাষ্ট্রের রাজ্য-রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলছে। শিবসেনার বিদ্রোহীদের ঠিকানা এখন গুয়াহাটির বিলাসবহুল একটি হোটেল। কয়েক দিন ধরে একনাথ শিন্ডে সহ মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়কদের সৌজন্যে খবরের শিরোনামে এসেছে ওই হোটেল।

ওই হোটেলের বুকিং আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে কোনো বুকিং নিচ্ছে না হোটেল কর্তৃপক্ষ।

হোটেলের ওয়েবসাইটে এই তথ্য উল্লেখ করা হয়েছে। ১ জুলাই থেকে নতুন করে বুকিং নেওয়া হবে।

হোটেলের ৭০টি ঘরে রয়েছেন মহারাষ্ট্রের বিধায়ক ও তাদের সহযোগীরা। হোটেলের অন্য পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। গুয়াহাটি পুলিশের একজন শীর্ষ কর্মকর্তাও হোটেলে রুম না থাকার বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। শুধু বিমানসংস্থার কর্মীদের জন্য এই মুহূর্তে ওই হোটেলে ঘর পাওয়া যাচ্ছে।

সোমবার সুপ্রিম কোর্ট একনাথ শিন্ডের দায়ের করা আবেদনের শুনানি করবে।

 

 

Related Articles

Back to top button
Close