fbpx
দেশহেডলাইন

আজ উত্তরপ্রদেশ ভোট গণনা, কে শেষ হাসি হাসবে সেদিকেই তাকিয়ে গোটা দেশ

উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি, পঞ্জাবে আপ

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আজ সেই প্রতীক্ষিত দিন। উত্তরপ্রদেশে শুরু হয়েছে ভোটগণনা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী উত্তরপ্রদেশে এগিয়ে রয়েছে বিজেপি। আর কয়েকঘন্টা পরেই জানা যাবে রেজাল্ট। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোটগণনা। ভাগ্য নির্ধারণ হতে চলেছে পাঁচ রাজ্যের।  সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। বুথগুলিতে মোতায়েন রয়েছে সিএপিএফ, পিএসি ও পুলিশ। দেশের সমস্ত রাজ্যের আজ নজর রয়েছে উত্তরপ্রদেশের দিকে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখন্ড, মণিপুর ও পঞ্জাবে বিধানসভার ভোটগণনা ৷

প্রায় সমস্ত সংস্থার বুথ ফেরত সমীক্ষায় চার রাজ্যে এগিয়ে রাখা হয়েছে গেরুয়া শিবিরকে৷ অন্যদিকে পঞ্জাবের আম আদমি পার্টিকে এগিয়ে রাখা হয়েছে। উত্তরপ্রদেশে বিজেপি এগিয়ে থাকলেও আসন সংখ্যা কমতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ এই প্রথম গোয়া থেকে নির্বাচনে লড়েছে তৃণমূল কংগ্রেস৷ এবারে উত্তরাখণ্ড, পঞ্জাব এবং গোয়ায় এক দফায় ভোট হয়েছে, অন্যদিকে মণিপুরে দুটি এবং উত্তরপ্রদেশ সাতটি দফায় ভোট গ্রহণ হয়েছে।

প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি গোরক্ষপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। গণনার শুরুতেই তিনি বেশ বড় মার্জিনে এগিয়ে রয়েছেন।

উত্তরপ্রদেশে ভোট গণনা শুরুতেই এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। আপাতত ৩৫টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির, সপা এগিয়ে রয়েছে ২৭টি আসনে। পঞ্জাবেও আপাতত ১২টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। কংগ্রেস এগিয়ে রয়েছে ১১টি আসনে। বাকি রাজ্যের মতো মণিপুরেও আজ ভোটের ফল প্রকাশ হবে। থৌবাল জেলা কমিশনার অফিস কমপ্লেক্সে সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা।

 

 

 

 

Related Articles

Back to top button
Close