আজ তৃণমূলের ‘খেলা হবে দিবস’, নেত্রীর নির্দেশে আজ রাস্তায় নামবে দল

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এসএসসি দুর্নীতি কাণ্ডে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের হেফাজতে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। এই উত্তপ্ত রাজনৈতিক বাতাবরণের মধ্যেই আজ তৃণমূলের খেলা দিবস। আজ ১৬ আগস্ট তৃণমূলের ‘খেলা হবে দিবস’। এইদিনকে সামনে রেখেই ‘রাজনৈতিক যুদ্ধ’ শুরুর বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকেই পথে নামছে দল।
ব্যক্তিগত দুর্নীতির দায় দল নেবে না, পার্থ-অনুব্রতদের গ্রেফতারির পর দলীয় অবস্থান স্পষ্ট করে দিয়েছে তৃণমূল। তবে পার্থ-অনুব্রতর গ্রেফতারিতে অস্বস্তিতে শাসকদল।
সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “১৬ অগস্ট থেকে আন্দোলন আবার শুরু হবে। খেলা হবে দিবস। মিছিল, মিটিং, প্রতিবাদ, প্রতিরোধ, কাজকর্মও করবেন।… রাস্তায় নামতে হবে। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। তাই নতুন করে আরেকটা রাজনৈতিক যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধটা হবে খেলা হবে দিবস থেকে। খেলা হবে, সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন। একটু খেলাধুলো করবেন। খেলতে খেলতে রাস্তায় মিছিল করুন না ভাল লাগবে।”
ইডি, সিবিআইয়ের নিরপেক্ষতার প্রশ্ন তুলে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূলের ছাত্র যুবরা। মঙ্গলবার থেকে ফের রাস্তায় শাসকদল। ৮ সেপ্টেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।